বরফ থেকে প্রস্তর যুগ
বুনো থেকে বর্বরতা
রক্তের হোলি খেলায়
টিকে থাকার প্রাণান্ত সংগ্রাম
না মানুষ না জানোয়ার
কে চাটে কার লেজ
এক বীভৎস বিস্ময়।
কালের পরিক্রমায় যখন
ভাঙ্গা পা জোড়া লেগে যায়
ফিরে পায় চলার স্বাভাবিক গতি
আগন্তুক সহানুভূতির হাত ধরে
সভ্যতার হাটি হাটি পা পা।
তারপর সহজ থেকে সহজতর
ভালো থেকে আরও ভালো
বিলাসী জীবন যাত্রার কত যে
নান্দনিক আয়োজন
পৃথিবী থেকে সুদূর মহাকাশ,-
আজ প্রযুক্তির শীর্ষ চূড়ায় বসে
শরীফ থেকে শরীফা হওয়ার
উলঙ্গ স্বপ্ন বিলাস।
কালের পরিধি ঘুরে
যাচ্ছি কী সেই আদিম বুনো পথে!