পৌষের সুদীর্ঘ রাত-
আকাশ প্রদীপ নিভু নিভু--হিম ঝরানো
আলুথালু বাতাস--শীতার্ত পাখির
অস্ফুট আর্তনাদ--শিশির পতনের শব্দ
সবুজ পাতায়--হিমালয় ঘুমায়।
তোমার কথায় ভীষণ ওম--সূর্যের উত্তাপ
এক অভূতপূর্ব উষ্ণতা অনুভব করি
বুকে-পিঠে--শিরায়-উপশিরায়-মননে
গা এলিয়ে দেই শয্যায় --তারপর-
এপাশ-ওপাশ,তন্দ্রার আয়োজন---ঘুম
জেগে উঠে দেখি, কুয়াশার সাদা কাফনে
সোনালি স্বপ্নিল ভোরের দাফন।