আগস্ট এলে অবিরাম ঝরে
বেদনাসিক্ত শ্রাবণের বারিধারা
চোখে জল টলমল,কণ্ঠদেশে
চৈতের খরতাপ হাহাকার
প্রকাশে ব্যাকুল অজস্র কথামালা
পায় না খুঁজে প্রকাশের ভাষা
মুজিব তুমি নেই,
আছে শুধু এক সমুদ্দুর বেদনা।

মুজিব তুমি নেই,
কাঁদে আজও আমার বাংলা মা
কাঁদে পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী
হিজল জারুল বনে নেমে আসে
শোকের দীর্ঘ কালো ছায়া
ভেসে আসে আহত পাখির কান্নার সুর
করুণ উদাস -
মুজিব তুমি নেই,
আছে শুধু এক সমুদ্দুর বেদনা।