কী লিখব!
শব্দেরা যে পালিয়ে বেড়ায়
মব জাস্টিসের চোরাবালিতে
আতঙ্কিত বর্ণমালা,
রক্তাঙ্কিত মানচিত্রে হায়েনার আঁচড়
চেতনার মিনার ধ্বংসস্তূপ।
প্রশ্ন নেই
জবাবদিহিতা নেই
আছে কতক বিস্ময়সূচক চিহ্ন।