স্বাধীন মুক্ত আকাশ
দিন দিন নতুন সূর্যোদয়
প্রখর আলোয় গ্রীষ্ম-বর্ষা উভয় সমান
পাখির গানে নেমে আসে না একটিও
সুন্দর আলোকিত সকাল
ক্রন্দন-চিৎকার-হাহাকার নিত্যদিনের সঙ্গী
লালসার দাবানলে জ্বলছে রক্তাঙ্কিত মানচিত্র
মায়ের অশ্রু-নদী শুকিয়ে মরা বালুচর।
আর কত!
স্বাধীনতা তুমি তোমার মতো হও।