জীবনের পথ কতইনা বন্ধুর
কখনো মেঘ আবার কখনো রোদ্দুর
আমি তো হেঁটে হেঁটে এসেছি
অনেক দূর-
গোল্লাছুট,কানামাছি,বউচি খেলার
দুরন্ত মাঠ পেরিয়ে
যৌবনের উত্তাল সাগর পাড়ি দিয়ে
সন্ধ্যা তীরের কাছাকাছি
শেষ বিকেলের নিঝুম দ্বীপে,
এখানে ফোটে না গোলাপ,বকুল
শুধু ধূধূ প্রান্তর সাদা কাশফুল।
মনে হয় ফিরে যাই
চিরচেনা সেই পুরনো পথে
হায়!আমি যে অসহায়
ওপারের অদৃশ্য টান পারি না ছিঁড়িতে।