যুদ্ধ চাই
~~~~~~
সৌরভ তালুকদার...
~~~~~~~~~~~~~~

পৃথিবীটা বড়ো শান্ত হয়ে আছে...
কেমন যেন ল্যাংড়া কুকুরের মতো
চুপি সারে বসে আছে
ভাইকে ভাই কুপিয়ে মারছে...
পাড়ার ছেলে বোনকে আদর করছে...
পুলিশেরা চুপসে আছে...
ঘুষের ওপরে আছে
পৃথিবীটা বড়ো শান্ত হয়ে আছে...
একটি যুদ্ধ চাই
হ্যাঁ... কোনো জাতের যুদ্ধ নয়
সর্বনাশের যুদ্ধ চাই
সেই শত্রুদের বিনাশ চাই
বোনেদের স্বাধীনতা চাই...
মায়ের আঁচল চাই
বেইমান শাসকের ধ্বস চাই....
পতাকার অর্থ চাই...