ঘুমটা সবে ভেঙ্গেছে
এ আমি কোথায়?
নেই কোনো গাছ-পালা
নেই কোনো পশু-পাখি
শুধু ধোয়া আর ধোয়া।
চারিদিকে অন্ধকার করে রেখেছে
আমি শ্বাস নিতে পারছি না
টেবিলে ওটা কি?
অক্রিজেন মাস্ক
আমি কোথায় এলাম?
একটু আগেই তো সবুজ পৃথিবীতে ছিলাম
তবে,
তবে কি হোলো?
ও কি ওগুলো কি
কলকারখানা।
নদীর জল অমন কালো হয়েছে কেন?
চোখটা পাশের দেওয়ালে যেতেই
চমকে উঠলাম আমি
ক্যালেন্ডারের সালটা দেখে
দুই-শূন্য-পঞ্চাশ।