পথের ধূলোয় খাবার আমার পেটের আধক্ষুধায়
মায়ের আদর পাইনি কভু, বাবাও নিয়েছে বিদায়।
ছোটোবেলার থেকেই ইটভাটা মোর ঘর
কেন জানিনা সকলেই মোরে করে দেয় বড়ো পর।
কাঞ্চনগড়ের প্রধানের ছেলের ধরলো মোরে মনে
আমিও তাকে ভালোবাসি ফুলমাখা প্রতিক্ষনে।
সেদিন বিকেলে বটতলাতে বলেছিল সে আমায়
তোমায় ছাড়া বাঁচব না প্রিয়া জয় করবো তোমায়।
বাবাতে সে ভেসন ভাসে, বাবাতেই বাঁধে ভয়
তবে সে কি উপায়ে করবে এমন অসাধ্য জয়!
কত-শতই ডে গেলো চলে, পাইনা তার দেখা
তাকে ছাড়া মোর লাগে যে বড্ড একা একা।
ভুলেই গেছি আমি এক ইটভাটার মেয়ে
সে তো পঞ্চানন বাবুর একটি মাত্র ছেলে।
আজ তাকে দেখিনা আর গুমরে গুমরে কাঁদি
আমি যে পথের মেয়ে তবুও হাজার স্বপ্ন বাঁধি.....
...