হঠাৎ দেখি পদ্মফুলে বসে আছে কে?
মনে হচ্ছে কোনো এক জলদেবতার মেয়ে।
কাছে যেতেই দিল সে আমায় গোলাপফুল
খারাব-ভালো সবে মিলে করলাম অনেক ভুল।
বেড়াতে গেলাম রানীর সাথে মৎস্য রাজার দেশে
খেলাম অনেক পিঠা-পায়েস তবুও মনের সাধ নাহি মেটে।
অবশেষে গেলাম সেই মৎস্য রাজার কাছে
মৎস্য কন্যের হাত চাইতে সেই বড়ো ঘরটার পাছে।
রানীর সঙ্গে হোলো বিয়ে হলো সিঁদুর খেলা
মজা করেই কাটলো আমার সেদিন সারাবেলা।
রানীকে নিয়ে অবশেষে ফিরবো দেশের পানে
অমনি কিসের শব্দ এলো হঠাৎ আমার কানে।
চোখটি খুলে দেখি সে যে মায়ের মধুরধ্বনী
বাজার করে আনতো বাবু ভাজবো বেগুনী।
ঘুমিয়ে ছিলাম স্বপ্নদেশে মজা করলাম কত
কেন ফিরলাম ভাঙ্গা দেশে প্রশ্ন আমার শত। দেশ
হঠাৎ দেখি পদ্মফুলে বসে আছে কে?
মনে হচ্ছে কোনো এক জলদেবতার মেয়ে।
কাছে যেতেই দিল সে আমায় গোলাপফুল
খারাব-ভালো সবে মিলে করলাম অনেক ভুল।
বেড়াতে গেলাম রানীর সাথে মৎস্য রাজার দেশে
খেলাম অনেক পিঠা-পায়েস তবুও মনের সাধ নাহি মেটে।
অবশেষে গেলাম সেই মৎস্য রাজার কাছে
মৎস্য কন্যের হাত চাইতে সেই বড়ো ঘরটার পাছে।
রানীর সঙ্গে হোলো বিয়ে হলো সিঁদুর খেলা
মজা করেই কাটলো আমার সেদিন সারাবেলা।
রানীকে নিয়ে অবশেষে ফিরবো দেশের পানে
অমনি কিসের শব্দ এলো হঠাৎ আমার কানে।
চোখটি খুলে দেখি সে যে মায়ের মধুরধ্বনী
বাজার করে আনতো বাবু ভাজবো বেগুনী।
ঘুমিয়ে ছিলাম স্বপ্নদেশে মজা করলাম কত
কেন ফিরলাম ভাঙ্গা দেশে প্রশ্ন আমার শত।