কবিতা লিখতে ভুলে গেছি
কেমনে লেখে কবিতা,
ছন্দ আসে কোথা থেকে
কলম কেমনে ভরে পাতা।
ফাগুন গেল একলা আমার
রাত জেগে তারা গুনে,
এখন কেমন আনমনা হয়েছি
হয়তো বসন্ত আসবে বলে।
তুমি যেদিন ছিলে মনে
দাঁড়িয়েছিলে পাশে,
সত্যি বলতে সেদিন বুঝেছিলাম
বাঁচার একটা কারন আছে।
আজ আমি একলা আকাশ
আমাবস্যার চাঁদ,
তীলে তীলে লুপ্ত হবো
যদি নাই বাড়াও হাত।
বসন্ত কবিতা আনে না
কবিতা আনো তুমি,
ঋতু চলে যায় ঋতুর মতো
তুমি আজো কবিতা, সঙ্গিনী।