রবীন্দ্রনাথ,
কোনো আলো-আধারী  
রাতের নাম নয়!
কোনো উড়তে না পারা
পাখির নাম নয়,
ব্যাস্ত দুপুরে ঝড়ে যাওয়া
ফুলের নাম নয়।
রবীন্দ্রনাথ,
কোনো খসে যাওয়া উল্কার নাম নয়!
২২ শে শ্রাবনের দুঃখের নাম নয়!

রবীন্দ্রনাথ,
এক আবেগের নাম
শত চরিত্রের একটি
মানুষের নাম রবীন্দ্রনাথ।
বৃষ্টি ভেজা আধো রাস্তার
নিয়নের বাতির নাম রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ,
একটি চিলের নাম
যা,
প্রতিক্ষনে পরাজিত করে মাটিকে।
প্রেমিকার পিঠের ভেজা
গন্ধের নাম রবীন্দ্রনাথ।
নিকোটিনের
ধোয়ার নাম রবীন্দ্রনাথ।
একটি খোঁলা আকাশের
নাম রবীন্দ্রনাথ!
যেখানে দিনের আলোয়
স্বপ্ন বোনে তারারা।
রবীন্দ্রনাথ,
আমার প্রেমিকার নাম;
যার থেকে লক্ষ্য কোটি
যোজন দুরে চলে গিয়েও,
বার বার আমি ফিরে আসি তার কাছে,
শুধু এক বিন্দু ভালোবাসা পাবার
তীব্র লোভে,
রবীন্দ্রনাথ একটি মানুষের নাম
যার কোনো রং নেই,
সীমানা নেই, জাত নেই
আছে শুধু বেনামী ভালোবাসার ছোয়া।