প্রীয়তমা-
তুমি যেদিন বদ্ধ ছায়ায় ফেলে চলে গেলে মোরে ছাড়িয়া।
ওই দিগন্তের পথ ধরে।
কোনো এক অচিন দেশের পানে।
খুজেছি তোমায়,
পিপাসু হয়ে খুজেছি তোমায়।
কখনো খুজেছি নীল বাসের নিঃস্তদ্ধ কামরাটিতে।
কখনো বা গোলাপের পাপড়ির আড়ালে।
পথের সেই বৃষ্টি ভেজা বালকটিকে বার বার শুধিয়েছি।
তোমার কথা।
উওর পাইনি।
আকাশের চাঁদটিকে বার বার শুধিয়েছি তোমার অবস্থান।
সে নিরুদ্দেশ হয়েছে।
ঘন মেঘের আড়ালে।
ভুলেছো সব তুমি।
ভুলেছো পাখির কলরবে ভরতো মোদের প্রান।
ভুলেছো বোকা ছেলেটির প্রথম গোলাপ।
মনে রাখোনি কিছুই,
ভুলে গিয়েছো সব।
ভুলে গিয়েছো গঙ্গার পারে দুজনের মধুর পদধ্বনি।
ভুলে গিয়েছো বৃষ্টি ভেজা সেই অবাক করা দিন গুলি।
ভুলে গিয়েছো তুমি,
কিছুই মনে রাখোনি।
প্রীয়তমা,
তুমি যেখানেই থেকো ভালো থেকো।
আমি আগামী সাতশো জন্ম তোমার জন্য অপেখ্যা করবো।
তোমার ফেলে যাওয়া সেই বদ্ধ ছায়ায়।