~ নীল এই নীল
> হ্যা বল...
~ তোমার কন্ঠ আজ দুঃখী কেন?
মনে হচ্ছে নীল আকাশে কালো মেঘ জমছে যেন..
> তেমন কিছু নয়...
~ তবে!
> আজ আমার বেদনার দিন,
গলা ফাটিয়ে কান্নার দিন।
~ কেন?
> আমার পরী!
~ কি হয়েছে তোমার পরীর?
> যে পরীকে আমি জোৎনার চেয়েও বেশি চাইতাম,,,
আমার চেয়েও বেশি ভালোবাসতাম,,,
সে আজ আমার নেই,
সে আজ কৃষ্ণের সাথে লিলায় ব্যাস্ত,
এই দুঃখী নীলের দিগে চাইবার তার সময় নেই।
~ ছাড়ো তো সেই অহংকারিনীর কথা,
"আমার দিগে চাও
একটু খানি ভালোবাসা পেলে
জড়িয়ে ধরবো তোমার পাও,
তোমার হৃদয়ে ভরিয়ে দেব আমার গানের সূর,
ভালোবেসে বলবে আমায় ভোরের ফোটা জুই।"
> পরি তো আমার শরীরের অঙ্গ
পারবোনা ভূলে যেতে...
একদিন দেখো ঠিক ফিরবে সে
আমার ভালোবাসা পেতে...
~ বৃথা কর তুমি তার অপেক্ষা
মৃত নদের মত...
সে তোমার হবে না কোনদিন
তুমি চাও তাকে যত...
> ভালোবাসা সে শিখিয়েছিল
ভাঙ্গাও শেখাল সে...
হোক না সে অন্য কারো
আমার মনের রাজকন্যা সে...
~ থাকবো সখা থাকবো আমি
তোমার অপেক্ষাতেই থাকবো...
ভালোবেসেসি তোমায় আমি
এ মনে শুধু তোমার ছবিই আকবো...
> এ পৃথিবীর আজব প্রেম
মেলে না কোনদিনো...
যোগ-বিয়গের সূত্র ধরে
চিতায় পোড়ে দেহ গুলো...
~ ভালো থেকো সখা আমার
ভালো থেকো নীল...
আমিও নয় ভালোবাসবো
হয়ে আকাশের চিল...
> চিলেরা হয় বৃষ্টি প্রিয়
নীলের গায়ে যায়-আসি...
আমি নয় একা থেকেই
আমার পরিকেই ভালোবাসি...