কবি তুমি দেখতে পাও; মাটি মরে যাচ্ছে?
কৃষকেরা কি সুন্দর ভাবে ঝুলছে কাঠাল- হিজলের ডালে।
কবি তুমি দেখতে পাও; ফোয়ারা থেকে জলের বদলে রক্ত ঝড়ছে!
কত মিষ্টি দেখতে বাচ্চাগুলো দিনকে দিন কঙ্কাল হয়ে যাচ্ছে।
কবি তুমি দেখতে পাও; চক্রবর্তী বাড়ির ঘর ধোঁয়ার জল
আর বিশ্বাস বাড়ির খাবার জলের গন্ধটা একই রকম।
কবি তুমি দেখতে পাও; যে মাছ গুলো রোজ বিকেলে আড্ডা জমাতো কুলিকে
তাদের আজ দীর্ঘদিন হলো দেখা যায় না!
কবি তুমি দেখতে পাও; ধানের জমি গুলোতে ছাই উড়ছে
পুকুরের সামনে মৃত কলশি কোলে নিয়ে পড়ার বউগুলো নিশ্চুপে কেমন দক্ষ শিল্পীর মতো আর্ট হয়ে যাচ্ছে।
কবি তুমি দেখতে পাও, তোমার প্রেমিকা এতদিন কত সবুজ ছিল
দিন দিন সে হলুদ হয়ে যাচ্ছে।
কবি তুমি সবই দেখতে পাও;
সবই শুনতে পাও!
কবি সত্যি করে বলোতো;
এখনো তোমার প্রেমের কবিতা আসে?