সকাল বেলায় গাবলু আমায় ডেকে বললো ভাই!
কিছু প্রশ্নের কঠির উত্তর আমি খুঁজে নাহি পাই।
অবাকপানে চেয়ে আমি বললাম তারে,
সব প্রশ্নের উত্তর পাওয়া যায় একটু খুঁজলে।
সে তখন বললো হেঁকে খোঁজো তুমি তবে!
প্রশ্ন গুলি শুনলেই তুমি চুপ করে রবে।
ভোরের পরে সকাল হয় রাত কেন না হয়?
বাদুড়েরা সব রাতে জাগে দিনে কেন সয়?
পুকুর কাটলে বড়ো হয়, ছোটো কেন নয়?
বাছুরগুলো সব হাম্বা ডাকে মামা কেন না কয়?
দুর্গাপুজার পরেই কেন লক্ষী পুজা আসে?
ঈদের দিনে কেন সবাই সিমুই খেয়ে থাকে?
মাছ গুলো সব জল ছেড়ে ডাঙ্গায় কেন ওঠে না?
ক্যালেন্ডারে জুনের পরেই মার্চ কেন আসে না?
ছেলেরা সব জিন্স পরে মিডি কেন পরে না?
মড়া মানুষ জলে ভাসে জ্যান্ত কেন ভাসে না?
কোকিল গুলো কাকের বাসায় কেন ডিম পাড়ে?
বাঁশ গুলো সব বেঁটে না হয়ে লম্বায় কেনো বাড়ে?
আমি তারে হেঁকে বললাম থাম ভাই থাম,
উত্তর গুলো যথা পাবি রাঁচি তার নাম।