মা,
কেমন আছ তুমি?
জানো আমি আজ আটমাসে পরতাম।
যদি বেঁচে থাকতাম।
আমার কত স্বপ্ন ছিল জান!
তোমার কোলে মাথা রেখে ঘুমাবো,
রাখীর দিনে দাদাকে রাখী পরাব।
দাদা আমাকে টেডি দেবে,
সেটা নিয়ে আমি গোটাদিন খেলবো।
কিন্তু তুমি তো কিছুই হতে দিলে না।
কি করেছিলাম আমি?
মেয়ে হয়েছিলাম বলে?
যদি তাই হয় তবে তুমিওতো একটি মেয়ে!
সে তুমি যা ভালো বুঝেছো করেছো,
কিন্তু মনে রেখো।
আমারও অনেক স্বপ্ন ছিলো।