আমার নাম হরিপদ
হরিপদ গ্যাজুয়েড।
বি.এ পাশ করেছি আমি
কখনো মাথা হয়নি হেড।
চাকরি আনতে যাব আমি
আজ আমার পরীক্ষা।
ওমা কালি মা
এ সবই তোর ইচ্ছা।
অবশেষে সেই সময় এলো চলে
পরীক্ষারর হলে বসে হরিপদ দোলে।
প্রশ্ন দেখে তার মাথায় পরলো হাত
ক-খ লিখতে হবে, কিন্তু আমি তো বি এ পাশ।
একুশ বছর পরে আমি গ্যাজুয়েট হলাম
তবে আমি কেমন করে ক-খ ভূলে গেলাম!
ক এর পরে খ হয় জানি, ঝ এর পরে কি?
ভাবতে ভাবতে হরিপদর চোখে এলো ঘি।