তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে,
রাস্তায় পরে আছে লাশের পর লাশ।
আমি দিকবিদিকশুন্য হয়ে ছুঁটছি
আজ কামানের শব্দে কান পাতা দায়!
গুলির শব্দে;
মৃত ছেলের শেষ আবদার শুনতে পারেনি কোনো মা।
কলকাতার রাস্তা কৃষ্ণচূড়ার বদলে ভিজে আছে লাল রক্তে,
আমি দিক-বিদিক ছুঁটছি
কখন জীবনটা একটা দমকা হাওয়া এসে নিভিয়ে দিয়ে যাবে তা জানিনা!
তার আগে আমাকে তার কাছে পৌঁছাতে হবে,
যে বলেছিল
"প্রতিটি যুদ্ধের বন্দুকে গেঁথে দেব লাল গোলাপ।