টুপি তুমি বাড়াও হিংসে,
দাড়িও কি আর কম যায়!
বিপদে পরলে তুমি কি আমি,
দুজনেই পরি তার পায়।
সবুজ আছে আমার তাতেও
তোমারটাতো পুরোই সবুজ,
গনতি করে দেখবে ভায়া
মানুষগুলোই বড্ড অবুঝ।
কলঙ্ক নেই পতাকার বুকে
যুদ্ধ হয়ে গিয়েছে গত,
কাটাটার গুলো বছর গোনে
মানুষ গুলোই বাড়ায় ক্ষত।
পাক বলো বা ভারত বলো
মহম্বদ হোক বা হোক কর্ন,
বুক চিরে দেখবে তুমি
রক্ত দুটোই লাল বর্ন।
মরে তো যাবো দুদিন পরে
কি হবে যুদ্ধ করে!
আয় না দু ভাই মিলে,
বসত করি নতুন সুরে...