ওই,
একটু আমার পাশে বোস
দুটা-চারটা ভালো-মন্দ বল।
হাতের পাশ দিয়ে গলে যাওয়া প্রতিটা দিনে
নদীর আকাশ দেখার মত;
আমি তোর দিকে একটুকরো মেঘের মতো
দুটা-চারটা ভালো-মন্দ শুনবার আশায়
তাকিয়ে থাকি
সে মেঘ নিজের ভেতরেই শুধু গর্জায়
বৃষ্টি হয় না।
চিরপ্রতিক্ষীত মাটিও,দিনের একটা সময়
গাছের ছায়ার সঙ্গে গল্প জমায়।
কিন্তু আমি গলির মোড়ে
চায়ের পেয়ালা হাতে নিয়ে
প্রতিটা ফুরিয়ে যাওয়া
সন্ধার দিকে তাকিয়ে অপেক্ষা করি!
দুটা-চারটা ভালো-মন্দ শুনবার জন্য,
দুটা-চারটা ভালো-মন্দ বলবার জন্য।