আমার নীলপরী
আমার নীলপরী

তুমি আসবে আসবে আসবে করেও আজো এলে না
শান্ত খামে ধুঁকে আমায় দেখা দিলে না...

চোখ বুঝলেই তোমায় দেখি রাতের স্বপনেতে
মন শুধু চায় সেই চরনে তোমার সঙ্গী হতে...

মেঘলাকাশে তোমার চোখের অবাক করুন চাওয়া
বৃষ্টি জলে ফুরোয় এসে আমার কঠিন পাওয়া...

তোমার গলার মিষ্টি সুরে আমার সকাল হবে
দুঃখ গুলো রাতের স্বপনে ভেসেই চলে যাবে...

আকাশের আজ চরম সীমায় দাঁড়িয়ে তোমার নীল
পরি হয়ে তাকে ভাসিয়ে নাও, করে আকাশের চিল...
       
                                  আমার নীলপরী
                                  আমার নীলপরী