একদিন সব কিছু থেমে যাবে,
মানুষের পা, লাইব্রেরির গেট, শিশুর কান্না,
ফুলের ফোঁটা, মায়ের বাবু ডাক, পাখিদের গান,
মুনমুনদির আবৃতি সব সব,
সব থেমে যাবে!
গাছেদের বড়ো হওয়া একদিন থেমে যাবে,
প্রেমিকার গোলাপি হাতের আদর একদিন থেমে যাবে!
শুধু চলতে দেখা যাবে সাদা আকাশের বুকে
কালো রংএর এক গাঢ় অন্ধকার কে,
তখনি কোনো এক অজানা পাথরের চাই;
ছুটে আসবে থেমে যাওয়া পৃথিবীর দিকে।
আবার চলতে শুরু করবে সব,
এককোষী মানুষেরা গুটি পায়ে এগোতে এগোতে দেখবে
কিবোর্ড ফেটে জন্মেছে এক নব্য শিশু চারা গাছ....