ছোটো-বড়ো লাল-নীল
কত রঙ্গের শাড়ীতে,
কখন যে চোখ আটকে যাবে
নাম না জানা নারীতে...।
হয়তো চুপি বসে থাকবো
পেরিয়ে গিয়েও বছর কুড়ি,
মনকে শান্তনা দেব
আমি যে এক পথের নুড়ি।
দেখবো তোমায় স্বপ্ন মাঝে
মন্দির মাঝে ধুনুচি নাচে,
তোমার পায়ের ককন জোরা
বৃষ্টি মাঝে ঝরবে কাঁচে।
মিলিয়ে যাবে সময় অনেক
ঝাপসা হবে তুমি,
অচেনা সেই মুখখানি
ভূলে যাবো আমি।
নাম না যানা প্লাটফমে
যদি হয় হঠাৎ দেখা,
রবিঠাকুরের শেষ দুলাইন
আউলে নেব একা একা।