গাছের আগাছা গুলো ভেজা
ড্রেনের জল নীল হয়ে আছে...
কাল নাকি বসন্ত
রং মাখা মেঘের সাথে।
ছোট্টো মেয়েটি কাঁদছে বড়ো
নোনটা বিস্কুট তিতে...
ঘড়িতে বোধয় ৯ টা বাজে
এলার্ম ভুলেছো দিতে।
পঞ্চাবাবুর ঘাড় ব্যথা
টিভির কাঁচ ভাঙ্গা...
ছোটো ছেলেটি ডালিম পারছে
পথ হয়েছে রাঙ্গা।
রাস্তা ধারের বাড়ি গুলো
গুমরে গুমরে কাঁদে...
পলাশ ফুল কলি আজও
ধ্রুবতারা বাদে।
বাইক গুলো রাস্তা মাঝে
তেল ছিটিয়ে যায়...
ছোটো ছোটো শিশু গুলো
হলুদ জুতো পায়...
লক্ষী কানাই ঘরের ভেতর
নারায়ন খোঁজে...
কাল নাকি বসন্ত!
আজ কি তবে?