মাঝে মাঝে আলোর ফলক
মনে হয় যেন আজরাইলের চোখ,
বুকটা ধরফর করে সাথে
ভুলে যাই অতীতের যত দুখ।
-
কি করেছি ভুবণ জুড়ে
নীতির কথায় সদা ছিলাম ব্যস্ত,
নেইযে পক্ষে কেউ এখন
মরণ ডাকছে সময় তোমার শেষতো।
-
কালের খেয়ায় যাই ভুলে
যদি ক্ষনিকের সুখ কপালে জোটে,
যাচ্ছে এখন সব নিভে
মরণ হানায় নিচ্ছে সব লুটে।
-
চলবে...