রত্ন আমার চোখের সামনে
হাসিয়া বেড়ায় যথা,
যতনে রাখিতে পারিলামনা তাহারে
নীরবে সহিলাম ব্যাথা।

দেখেছিলাম তাহারে পল্লী দেশে
খেলিছে রংয়ের খেলা,
উপছে পড়িছে রূপের ছ-টা
কাটাইতেছে সারা বেলা।

নির্জনে ভাবি তাহার লাগি
যাতনাতে থাকি নিত্য,
হা হা করে হৃদয় কুটিরে
বুঝিনা তাহার স্বার্থ।

রাখিবো কেমনে মনের কোনে
সর্বদা তাহারে ধরি,
দিতাম তাহারে ধন-রতন সব
মনের মত করি।

******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা, বাংলাদেশ।
নির্বাহী সহ-সম্পাদক, পল্লীকথা ম্যাগাজিন, গাইবান্ধা, বাংলাদেশ।