৭১ এর ভয়াবহ দিনগুলি
মনে হতেই গা শিউরে উঠছে।
মনে পড়ছে সেই পাকহানাদের
কড়াল গ্রাসের কথা।
সত্যি এটাই সেই ডিসেম্বর...

স্বাধীন হবে বলে বাংলার দামাল ছেলেরা
তাজা রক্ত মাটিতে লুটে দিতে
এতটুকুও বাঁধা দেয়নি।
সত্যি এটাই সেই ডিসেম্বর...

মায়ের কান্নার আওয়াজ
কানে বিধছে বার বার,
শুনছি সেই শিশুদের কান্না।
সত্যি এটাই সেই ডিসেম্বর...

খুশির জোয়ার এসেছিলো
স্বাধীন পতাকা উদীত দেখে,
শহীদদে রক্ত বৃথা যায়নি।
সত্যি এটাই সেই ডিসেম্বর...

**********************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।