অজস্র বীণার ঝংকার বাজে
হৃদয়ের স্পন্দনে,
ভূমিষ্ট হলো প্রেম যেন মোর
প্রত্যাশার ক্রন্দনে।
বেদনা ভরা লালিত স্বপ্ন
অস্তিত্ব পেয়েছে ফিরে,
নিগড়ে বাঁধা আমার সমস্ত সুখ
রাখবে তোমায় ঘিরে।
একফোটা সুখ পেয়েছি আমি
নিষ্ঠুরতার মাঝে,
তৃষিত চাতকের মত হাঁপিয়ে তুলেছে
সকাল, দুপুর, সাঁঝে।
হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে
যত্নে রাখবো অনন্তকাল,
অনুশাসনের সূচনাতে আমার উপরে
ফেলোনা শত্রুজাল।
পোড়া হৃদয়ের ধুলীর সাথে
লুটাবো দুটি জীবন,
চির অধরাই থেকে যাবে তুমি
সুতোয় গাঁথা এই মন।
প্রকাশ-দৈনিক সমকাল, মাসিক পল্লীকথা।
******************************
আবু সাহেদ সরকার
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।