তুমি না বলেছিলে
আসবে বর্ষার কোন এক রোদেলা বিকেলে
এক গোছা শাপলার মালা
পড়িয়া গলে।
তুমি না বলেছিলে
আসবে শরতের জৌলসিত সকালে
এক গুচ্ছ শিউলির
স্নিগ্দ সুবাসে।
তুমি না বলেছিলে
আসবে কৃয়াশা ঢাকা শীতের সকালে
এক রাশ মিষ্টি রোদের
কোমল স্পর্সে।
তুমি না বলেছিলে
আসবে নিরবে অতি সংগোপনে
রিম ঝিম তারা ভরা রাতে
ফুটফুটে জোৎস্নায়।
তুমি না বলেছিলে
আসবে বসন্তের পড়ন্ত বিকেলে
পিক পাপিয়ার কলতানে
পলাশ ডাঙার বনে
সময়তো বয়ে যায় সময়ের নিয়মে
কোথায় আসলে নাতো ?
সকল চাওয়া পাওয়ার
কিছুই হলোনাতো।
লিখাই রয়ে গেল স্মৃতির পাতায়
অতি সযতনে।
তুমি না বলেছিলে
আসবে.......