মা, মাগো
তুমি যে আমার মা,
তাইতো তোমায়
ভুলতে পারিনা।

তোমায় ছেড়ে মাগো
যেখানেই যাই,
তোমায় ছাড়া মাগো
কিছুই নাহি চাই।

তোমার জন্য মাগো
করতে পারি সবই।
তোমায় পেলে মাগো,
দুঃখ, কষ্ট সব ভুলে যাই।