চার দিকে হচ্ছে কী এইসব
কী আর বলবো
কিছুই বলার নেই
বলেই বা কী লাভ ?
এখন আর কিছু বলতে
ইচ্ছে করে না
যেখানে নিরাপদ জীবনেরই
নাই কোন নিশ্চয়তা।
নাই স্বাভাবিক মৃত্যুর কোন নির্ভরতা
ঘর থেকে বেড়োলে
নিরাপদে ফেরা যাবে কিনা
কেই-ই বা বলতে পারে।
কখন জানি স্বীকার হবো
সন্ত্রাসী কোন হামলার
নয়তোবা সড়ক দূর্ঘটনার
এরই নাই কোন ঠিক ঠিকানা।
কখন জানি পিষে দিবে
বাস কিংবা ট্রাক নামক
কোন এক যন্ত্র দানব
নাই কোন আইনের প্রয়োগ।
তাইতো এখন আর
কিছুই বলতে ইচ্ছে করে না
শুধুই জানতে ইচ্ছে হয়
হচ্ছে কী এইসব।