বাস্তবতাকে হার মেনে নিয়েছে বহু মানুষ!
কিন্তু এটা ভুল ।
জীবন যুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে,
জীবনে অনেক ঝড় আসবে, বিপদ ইত্যাদি,
যেমন রাতের পরই সকাল।
কিন্তু বাস্তবতায় সেই সকালকে অন্ধকারে ঠেলে দেয়।
যেমন রাতের বেলা, আলোর মধ্যে বেশ কিছুক্ষণ থাকার পর হুট করে অন্ধকারে গেলে পথ চিনতে ভুল হয়।
বাস্তবতায় কিছু কিছু ভুল করে পিছিয়ে পড়তে হয়,
কিন্তু সেই ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে যেতে হবে।
(যেমন কবি কামিনী রায়) বলেছে "পিছনের লোকে কিছু বলে"
জীবনটাও তেমনই পিছন থেকে অনেকেই বাধা বিপত্তি আসবে,
কিন্তু সেইগুলোকে প্রশ্রয় না দিয়ে, এগিয়ে যাওয়ায়  একজন সঠিক মানুষের পরিচয়!!!