ফুলের বুকে মধু থাকে,
নদীর বুকে ঢেউ।
তুমি ছাড়া এ ভুবনে নেই যে আর কেউ।
আকাশের বুকে চাঁদ থাকে,
চাঁদের বুকে আলো।
তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো।
তুমি যদি পাখি হও আমি হবো খর,
দু'জন মিলে এক সাথে থাকবো জীবন ভর।
তুমি যদি চাঁদ হও,আমি হবো তারা,
তোমায় দেখে দেখে আমি হবো দিশাহারা।
তুমি যদি হও নীলকণ্ঠ পাখি,
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনবো না কারো মানা।
তোমার কথা ভেবে আমার দিন কেটে যায়,
তোমার মুখ ভেসে উঠে স্বপ্নের পর্দায়।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমার ছবি আঁকি,
তুমি আমার মনের মাঝে মিষ্টি কোকিল পাখি।
নীল আকাশ মেঘলা হলো
নামবে হয়তো বৃষ্টি,
আমার কথা পড়লে মনে
জানালায় রেখো দৃষ্টি।
অনুভবে তুমিই থেকো
গ্রীষ্ম বর্ষা বা শীত,
আমি প্রেম দিয়ে ভুলিয়ে দেবো
তোমার কষ্টের অতীত।
আকাশের মেঘ তুমি শ্রাবণের বৃষ্টি,
হৃদয়ের সুখ তুমি বিধাতার সৃষ্টি।
তুমি থাকো হৃদয়ে তাই ছুটে আসি,
শরতের ফুল তুমি মন চায় তোমাকে আরো ভালোবাসি।
তোমাকে দেখার পরে মজনু হলাম,
যাকে আমি খুঁজেছি তাকেই পেলাম।
চোঁখে স্বপ্ন ছিল শুধু যাকে ঘিরে,
সখী এসেছে আজ আমার নীড়ে,
বুক ভরা ভালোবাসা দেবো উজার করে।