গুটিকয়েক অসাধু ব্যবসায়ী, করছে সিন্ডিকেট দুর্নীতি,
দুঃখজনক হলেও আজকাল মূল্যস্ফীতি,
তাইতো হচ্ছে না পরিবর্তন অর্থনীতি।
বড় ব্যবসায়ীরা একজোট হয়ে করছে ভাগাভাগি,
দুর্নীতিতে জড়িত উদ্যোগীরা নিত্য পণ্যের দাম বাড়াতে ওরা অনেক বড় ত্যাগি ।
এখনো হচ্ছে না, কোন সমাধান,
কালো টাকার দুর্নীতিতে, ওরাই তো প্রধান।
নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, অচিরেই ধুমধাম,
লুট করে নাও, তাদের আছে, বড় বড় গুদাম।
চলরে চল চল লাথি মার ভাঙরে ভাঙ তালা ,
দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ না করলে তুই তাদের শালা ।
শুদ্ধ হতে গেলে মনের বর্জ্য সাফ করতে হবে,
পরিশুদ্ধ, পবিত্র, মন নিয়ে কাজ করো তবে।
আস্থা আছে বিশ্বাস নাই দুর্নীতিতে ক্ষমা নাই,
সকলে ন্যায্য মূল্যে পণ্য পাবে এটাই তো চাই।
অনিয়ম,ব্যবস্থাপনায় আর চলবে না ঘুষ দুর্নীতি,
এই নিয়ে তো আজকাল চলছে রাজনীতি।
চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধাপ্পাবাজি, কারশাজি, আর নয় বকবাজি ,
পুলিশ তোমায় ধরতে গেলে
দাও তুমি ডিগবাজি ও পল্টিবাজি, ফাঁকিবাজি ।
দ্রব্য মূল্য শীতল হউক, অমানুষ বর্বর মানুষ হউক এইটাই প্রত্যাশা করি,
দুর্নীতিবাজদের চিহ্নিত করতে জেলহাজতে প্রেরণে এই আইনে লড়ি ।