এই বাংলা আমার
এই বাংলা তোমার
আমরা বাঙ্গালী জাতি
ভালোবাসা আছে তোমার প্রতি।
এসো সবাই মিলে দেশটা গড়ি
বাংলাকে সোনা খাঁটি করি ।
এ বাংলার মাটিতে শুয়ে আছে কত শহীদ,বীর মুক্তিযোদ্ধা,
দেশের জন্য যুদ্ধ করো তুমিই তো বীর রোদ্ধা।
আর মিশে আছে সর্বত্রই বাংলা মায়ের ভাষা,
তোমাদের রক্তের বিনিময়ে অর্জিত হলো আলোর দিশা।
এ বাংলার বুকে আছে শস্য, শ্যামল, চারু লতা,
গাছের শাখায় থাকে সবুজ সমারোহ কত পাতা ।
এই মাঠের ধূলোকে সোনা করে নাও,
ফসল ফোটাতে সবে, বীজ বুনে দাও।
সবুজ প্রান্তরে কৃষক এগিয়ে চল,
সোনার বাংলাকে করো তুমি
চির সবুজ স্বর্নালী ঝলমল।
ফসলের মাঠে কৃষক ফসল ফলাতে
চলরে কৃষকের দল।
সবুজ ডালে ফুল আর ফল
নামে মৌয়ের ঢল ।