গভীর রাতে দুচোখে আমার নিদ্রা গেল কই,
কেমন করে কাটবে রাত এ যাতনা কি করে সই ।
আকাশ দেখি জোৎস্না রাতে জোনাকিরা আলোয় হাসে ,
ঘুমপাড়ানি কাছে এসে ঘুম পাড়াবে পাশে বসে,
স্বপ্নে বিভোর হয়ে ঘুরতে যাবো চাঁদের বুড়ির দেশে।
রাতের আকাশেতে চন্দ্র, তারা , দেখে প্রহর হয়ে যায়,
এখন আমি কি করবো ঘুম গেছে ঐ দূর আকাশে হায়! ।
বিষন্নতা ঘিরে আছে ঘুম হলো ছারখার,
ঘুম পাড়ানী ঘুম পাড়াবে ঘুম হওয়া দরকার।
নিদ্রা আমায় ভুলে গেছে স্বপ্নের মোহনায়,
একলা ঘরে একলা আমি আসবে কি আমার ঘুমপাড়ানি জ্বলেপুড়ে মরি আমি এ যাতনায়,
ওরে হায় রে হায় রে হায় এখন আমার নেই কোন উপায় ।
খোকা মুনিরা পড়তে গেলে চোখে আসে ঘুম,
ঘুম বাবাজি ধাপ্পাবাজি ঘুম করোনা গুম।
কাজের বেলায় নিদ্রা আসে কাজের ব্যঘাত করে,
বাবু মশাই বলে ঘুম করোনা ঘুম হবে কাজের পরে।
ঘুমের মাঝেই মহা সুখ চলে যাবে সকল দুঃখ,
ক্লান্তি আমার চলে যাবে থাকবে আমার হাসিমুখ।
ঘুম কেড়ো না দুচোখে থেকে ওগো আমার প্রিয় রব,
শান্তির ঘুম হলে আমার, পেয়ে যাবো সব।