তুমি অজস্র বার আঘাতে আঘাতে, ক্ষত বিক্ষত করেছো
আমার এই হৃদয় ।
ভাবতে গেলেই কষ্ট হয়
এ জীবন বড়ই যাতনাময় ।


নিশ্চুপ আছি, স্তব্ধ হয়ে গেছি
একলা ঘরে নিঃসঙ্গ হয়ে পরে আছি।
দেহের ভেতর উত্তপ্ত উত্তাল ঢেউ
দেখতে পায়না জগতের কেউ।


প্রতিমুহূর্তে উজ্জীবিত হয় কষ্টের
যন্ত্রনা , তোমায় ভালোবেসে পেয়েছি শুধু লাঞ্ছনা ।
কে দেবে আমায় শান্তনা
এ জীবন হয়ে গেল ধু-ধু মরুভূমি
কোথায় হারিয়ে গেলে বলো না তুমি।


জানার নেই প্রয়োজন
নেই কোন দায়ভার ।
ভয়াবহ অগ্নিশিখায় জ্বলে পুড়ে এ দেহ মন প্রাণ হল ছারখার ।


তোমারি মগ্নে বিক্ষুব্ধ আমি তোমায় ভাবতে অতিষ্ঠ মন ঘেরাটোপে আছে আমার এ জীবন ।

অশান্ত হৃদয় অনুতপ্ত জীবন
আমি একটু বুঝতে পারিনি
এই অভিনয় ছলচাতুরির ধরণ।
তোমার লালচোখের দৃষ্টি
আমায় কাঁদায় অঝোরে  
জরাজীর্ণ হৃদয় জুড়ে
অবিরাম জলধারার অনাবৃত বৃষ্টি।

তোমার হীনতায় বিনাশিত
আমার জীবনের আশার আলো প্রদীপ অন্ধকারে তলিয়েছে বালুচরে।
ছলনার হাতছানিতে জ্বলেপুড়ে ছাই আমার আকাঙ্ক্ষার বাতিঘর চিরতরে।

নিঃসঙ্গ নিস্তব্ধ হয়ে গেছে জীবন
নিবিড় নিভৃতে কাঁদে এ মন পাশাপাশি আরও কাছে পাইনা যখন।
অভিযোগ নয়, অভিশাপ নয় তবুও যেন শেষ নিঃশ্বাস ফেলে
আমার এ জীবন করে পলায়ন আহারে জীবন আহারে জীবন।