টাকা তুমি কার!?
টাকা তুমি সম্পর্ক ছিন্ন করো অসহায় অনেক মানুষের অধিকার।
টাকা তুমি এ দুনিয়ায়
অনেকেরই দরকার
টাকা তুমি ধ্বংসের এক অদ্ভুত অঙ্গীকার
টাকা তুমি চুরমার করে দাও জগত ও সংসার।
টাকার জন্য হানাহানি করে রক্তপাত,
টাকার অভাবে মানুষ না খেয়ে ঘুমিয়ে থাকে কত দিনরাত ।
টাকা তুমি না থাকিলে
কত জনে কত কথা বলে দেয় অপবাদ
দুর্নীতি তদন্তে উচ্চপর্যায় নেই কোনো প্রতিবাদ।
টাকার আর্ত স্বাদে তৃষ্ণা মিঠে না যার
টাকার পাহাড় ধসে গেছে নিমেষেই তাহার।
টাকা ছাড়া সর্বহারা পথিক তারা
সুদৃষ্টি নাই যাদের দায়ী ওরা,
শত কষ্ট বুকে নিয়ে শুয়ে থাকে যারা ।
কেউ বলেনা তারা ওঁরা কারা?
অর্ধাঙ্গিনী ও অপ্রিয় মানুষ
বলে তুমি আমার এ সংসারের অশান্তি আর বোজা
টাকা না থাকলে আর না দিলে চলে যাবোই সোজা
টাকার জন্য আপন হয় পর
টাকা না থাকলে তুই গিয়ে মর
টাকা থাকলে করে কত আদর কদর ।
টাকা তুমি সম্প্রচার নীলিমার সমাচার
টাকা তুমি এখন সমাজের মহানায়ক উত্তম অফার।
টাকা তুমি কারো জন্য নির্জন অন্ধকার
টাকা তুমি শ্বশুর বাড়ির আলালের দুলাল
টাকা তুমি যুগে যুগে মহাকালের শক্তি সূর্য লাল।
টাকা তুমি রাজ উৎসব নারীর অলংকার
টাকা তুমি রাজপ্রাসাদের আমোদ প্রমোদ ফুর্তি
টাকা তুমি বিলাসীতায় করো চুক্তি
টাকা তুমি কালো থেকে সাদা
টাকা তুমি বার্নার্ড আর্নল্ট,ইলন মাস্ক,জেফ বেজোস,ল্যারি এলিসন,মার্ক জুকারবার্গ,ওয়ারেন বাফেট, ল্যারি পেজ,বিল গেটস,সের্গেই ব্রিন,স্টিভ বালমার,মুকেশ আম্বানি,একাউন্টে চলে যাও সদা।
টাকা তুমি সুইচ ব্যাংকের লুটের মাল
টাকা তুমি কিছু অফিসের ফাইলের দালাল।
টাকা তুমি চোর ডাকাতের সর্বশেষ উচ্চ সম্বল
টাকা তুমি কিছু মানুষের শীতকালীন ১৫০ টাকার কম্বল।