ওগো আমার মুর্শিদ চাঁন
তোমায় না দেখিলে বাঁচে নারে পরান।
প্রেম শিখাইয়া চইলা গেলা
কাইরা নিলা কুল মান ।।
(তোমায় না দেখিলে বাঁচে না রে পরান ) ঐ ২ বার
তোমার প্রেমে এতো যে জ্বালা.....আ.....
লোক সমাজে কইতে নাহি
আমার অন্তর হয় কালা
গলাতে কলংকের মালা / ২ বার
আমি লোক সমাজে অপমান।।
তোমায় না দেখিলে বাঁচে না রে পরান।। ২ বার ঐ
যে আগুনে মোর অন্তরে জ্বলে...
এ এ এ এ
সেই আগুন কি ঠান্ডা হবে মুর্শিদ
জলে বাসাইলে ।
তোমার পাশে জায়গা পাইলে ।
২ বার
হইতো জ্বালার অবসান।। ২ বার ঐ
তোমায় না দেখিলে বাঁচে না রে পরান।। ২ বার ঐ
তুমি আমায় প্রেম শিখাইলে এ এ
তোমার প্রেমের বিষ্ষে জ্বলি আমি তুমি বিহনে ।।
চাইনা কিছু তোমায় ছাড়া ।।
ওগো মুর্শিদ দয়াল চাঁদ
তোমায় পাবো আমি, করি শুধু, এইতো আমার আহ্বান।। ঐ
তোমায় না দেখিলে বাঁচে না রে পরান।। ঐ ২ বার