সুস্থ বিবেক বুদ্ধি চিন্তা শক্তি মানুষের সৌন্দর্যের প্রতীক,
সীমাবদ্ধতা নয় মুক্তির মানসিকতায় তুমি হও নির্ভীক।
মনুষ্যত্ব নীতি নৈতিকতা বিবেক জাগ্রত মানুষের থাকা দরকার,
মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি জেনে তুমি হও সচ্চার।
মেঘ বৃষ্টি নদী বিহীন সাগর হয়ে যায় অপূর্ণ শূন্য,
মানবিক গুণাবলী, সহানুভূতি মনুষ্যত্ববোধহীন তুমি জঘন্য।
পশু জন্মসূত্রে ধর্ম পশুত্ব,
মনুষ্যজন্ম বিবেক,স্নেহ,মায়া, মমতা, দয়া গুনে মনুষ্যত্ব ।
মনুষ্যত্ব মানব প্রকৃতি মনস্তাত্ত্বিক স্বভাব মানবতা গুণাবলীতে হও সজাগ ।
স্বভাবে পরিপূর্ণ মানুষ হয়ে মনুষ্যত্বে পূর্ণতা পাক স্ব অবস্থানে সবার তরে শতভাগ।
অমানুষ বর্বর পশুতুল্য গুণশূন্য মানবোচিত।
চরিত মানবস্বভাব মানব জন্ম মানুষ রূপে মানবতা সদগুণ মানুষের থাকা উচিত,