নদীর বুকে মাঝি ডাকে
সবুজ মাঠে কৃষক ভাই,
আমার মায়ের বাংলা ভাষা
বাংলাতে ভাই গান গাই।
মিলে মিশে এগিয়ে যাই
পিছিয়ে যাবার সুযোগ নাই
কৃষক শ্রমিক আর জনতা
ফসলের মাঠে গেলে আসবে সফলতা।
বাংলায় বেঁধেছি জীবন মরণ
এ ভাষাতেই সব করি স্মরণ।
মায়ের ভাষা বলতে চাই
বাংলার প্রতি ঘরের প্রতিটি ভাই।