আমার বাবু সোনার বাবু
সবাই মিলে কয়,
সাহস নিয়ে চলো তুমি
মনে রেখো না ভয়।
বড় হয়ে মানুষ হবে
বিবেক বুদ্ধি নিয়ে,
সুখে-দুখে পাশে থাকবে
ভালোবাসা দিয়ে।
অসহায়ের কষ্ট দেখে
যেওনা তুমি দূরে,
দুঃখির দুঃখ মুছে দিবে
জগত ঘুরে ঘুরে।
সবার মুখে হাসি ফোটাতে
কাজ করো তবে,
হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে
চলবে মিলে সবে।
ভালো কাজের মূল্য পাবে
মূল্যায়ন করবে সবে,
জগত জুড়ে আপন হয়ে
সবার মাঝে রবে।