জীবন মানে সংগ্রাম, জীবন মানে যুদ্ধ,
লড়াই করে বাঁচতে হবে জগতে আছে যত দ্বন্দ্ব।
জীবন কাটুক তোমার জীবনের মতো,
রুখে দাঁড়াও সত্যের সন্ধানে প্রতিপক্ষ আছে যত।
জনম জনম ধরে মনে রাখবে সবে,
মানুষের মাঝে মানুষ হয়ে বেঁচে থাকো তবে।
অমর হয়ে থাকবে জীবনের সকল কর্ম,
জীবন ধারার লিপিবদ্ধ বলে দেয় প্রজন্মের পর প্রজন্ম ।
নৈতিক মূল্যবোধ বিবেক-বিবেচনাবোধ আদর্শ মানুষ এটাই থাকতে হবে মানুষের মাঝে স্বাভাবিক, কর্মকাণ্ডে জীবনকে করো উজ্জীবিত করতে হবে উপভোগ প্রকৃত মানুষকেই করো অনুকরণ, অনুসরণ সর্বাধিক।
কত প্রান্তে আছে মরুভূমি সবুজের সমারোহ প্রকৃতির ছায়া ভূমি।
বিশাল আকাশ আছে মেঘ বৃষ্টি,
সারা দোজাহান স্রষ্টার সৃষ্টি
সব কিছুতেই আছে বিধাতার দৃষ্টি।
যাহা কিছু করছো ভুবনে তাহাই সত্য হবে ব্যক্ত শুধুই কর্মে,
তোমাদের স্ব স্ব অবস্থান উত্থাপন উজ্জীবিত করো সুন্দর জীবন ধারার মর্মে,
তোমার কামনা বাসনা পূর্ণতা পাবে,
তোমারই ইবাদত প্রার্থনা ও ধর্মে।