এই হৃদয়ে আমার বাংলাদেশ
দু নয়নে দেহ প্রাণে বাংলাদেশ
কি মধুর দেশ কি সুখের আবেশ
এ যে আমার স্বাধীন বাংলাদেশ।
নিঃশ্বাসে আছো তুমি, বিশ্বাসে ও জানি তাই
অনুভবে প্রতিক্ষণে তোমাকেই ভালোবাসতে চাই।
বৃক্ষ তরুলতা সবুজ চারণ,
বাংলা ভাষা মায়ের সাথে আছে চিরন্তন।
এ রূপ কেবলই বাংলাদেশ
এ যে আমার স্বাধীন বাংলাদেশ।
চেতনায় আছো তুমি প্রেরণাতে ও তুমি
প্রাণের চেয়েও বেশি প্রিয় তুমি জন্মভূমি।
এই মাটিতে দেহ , মিশে হয়ে যাবে নিঃশেষ,
এ যে আমার প্রিয় স্বাধীন বাংলাদেশ।