আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহামারী প্রকটিত,
আমি ভীতি মহাবিশ্বের মহাকাশ মহাবিপদ সংকেত।
আমি ঘূর্ণিঝড় আমি মহাসত্ত্ব নৃশংস অপকৃষ্ট,
আমি সমুদ্রের সৃষ্ট প্রবল বৃষ্ট
অসন্তুষ্ট ।
আমি বজ্র প্রচন্ড বেগে ছুটে ঘূর্ণি বাতাসে,
আমি টাইফুন আমি হ্যারিকেনের আমি বজ্রবিদ্যুৎ আকাশে।
টার্নেডো মরুর বুকে মুহূর্তে বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হই,
এপ্রিল -মে মাসে কালবৈশাখী ঝড় আসে ঐ ।
দিকবিদিক প্রচন্ড শক্তিতে রূপান্তরিত ভূমিতে পতিত হই।
আমি উচ্চ চাপে উত্তরাঞ্চলে বায়ু প্রবল বেগে দক্ষিণ অঞ্চলে ধাবিত হয়ে রই।
ঘূর্ণি হওয়ার ফলে মুখোমুখি সংঘর্ষে সৃষ্টি হয় কালবৈশাখী ঝড় এটাই আমার হুংকার ।
সৃষ্টি মহাপ্রলয়ের নির্দেশে
সব করি চূর্ণ বিচূর্ণ হয়ে অন্ধকার।