এসো ওগো আমার প্রিয়, এসো আমার কাছে,
সবই দেবো তোমায় যা কিছু মোর আছে।
সবই বোঝো তুমি, তবু অবুঝ হয়ে থাকো,
তোমায় ছেড়ে আমি থাকতে পারি নাগো।
হে প্রেয়সী মিষ্টি হাঁসি, জাগায় প্রাণে সাড়া,
জনম ভরে দেখবো তোমায়, মনের ভেতর তাড়া।
আমার মনের মাধুরীতে তোমার মূর্তি গড়েছি,
তোমার লাগি ফুলের শয্যা সাজিয়ে রেখেছি।
হৃদয় মাঝে তোমার ছবি যত্নে এঁকেছি,
তোমার আসার পথ চেয়ে রাত জেগে আছি।
তোমার জন্য সইব আমি, কষ্ট সারি সারি,
চাইলে আমি মুঠোয় ভরে, জীবন দিতে পারি।
তোমাকেই করি আমি এত ডাকাডাকি,
শুনছো তুমি ভালোবাসি.... আমার সোনাপাখি।
যদি বলি আমায়, ভালোবাসো কতটা?
তবে বলবো সাগরে, জল আছে যতটা।
যদি বলি আমায় কত দিন মনে রাখবে?
তবে বলবো আকাশে চন্দ্র-সূর্য যতদিন থাকবে।
রূপ কথার রানী তুমি, দু’নয়নের আলো।
সারা জীবন তোমায় বেসে যাবো ভালো।
তুমি আমার রাত জাগা সুন্দর একটি পাখি,
তোমায় ছাড়া প্রিয় আমি, কেমন করে থাকি।
এ মিলন রাত শুধু তোমার আমার,
বসন্ত বাতাস আজ খুলে দেবে হৃদয়ের দ্বার।
তুমি আর আমি শুধু রবো কাছাকাছি,
হৃদয়ের কথা হবে বসে পাশাপাশি।
কতো রাত জেগেছি তোমার কথা ভেবে।
কবে তুমি আপন করে উজার করে দিবে?