সখী দোল খেতে খেতে
মন খুলে খুলে করো তুমি দুষ্টুমি।
সাথী মিষ্টি হেসে হেসে
করোনা তুমি আরো পাগলামি।।
সখী ঝিরি ঝিরি বর্ষায়
মনে পড়ে শুধু তোমাকে,
রাতে ও জোৎস্নায় বুকেরি ভেতরে,
উষ্নতা বেড়ে যায় অধীর অদরে ।
তুমি কবিতা তুমি ছন্দ
তুমি চন্দ্রাবতী তুমি ঝর্ণা
তুমি পূর্নিমার পূর্ণ আলো
তুমি ছায়া তুমি প্রকৃতি,
সারাক্ষণই আমি ভাবি
তোমারি আকৃতির স্মৃতি ।
তুমি কি শুনছো আমি তোমাকে ডাকি
তোমায় শুধু ভেবে ভেবে তোমার ছবি আঁকি।।
তুমি দূরের ঐ নীল আকাশ,
তুমি জীবনের শেষ নিঃশ্বাস।
তুমি তারাদের চেয়ে ও বেশি দামী
আমি হতে চাই তোমার প্রাণের স্বামী ।।