জন্ম তোমার পিতৃত্বে নিবন্ধন অবৈধ,
এই প্রজন্মে না হয় পরের প্রজন্মে জবাব দিতেই হবে তুমি বাধ্য,
লালসায় বিভোর থেকে করো অসাধ্যকে সাধ্য।

এ জীবনের আছে কত জীবনবৃত্তান্ত ইতিহাসে রয়েছে চলন্ত জ্বলন্ত প্রমাণ
কত মর্মান্তিক ঘটনার হয়নি এখনো কোন সমাধান।  

পৃথিবীর জন্মলগ্ন থেকেই করে অপরাধ প্রজন্মের পর প্রজন্ম।
অসাধু মহলের কর্তারা  অপকর্মকে দেয় সাধুবাদ,
এমন কর্মের প্রতিদান পাবে তুমি দুঃসংবাদ।
মনে রেখো কুকর্মের ফলাফল কুফল,
জীবনে কখনো হতে পারবে না সফল।


তৃপ্তিতে মগ্ন ছুটে যাও দূর দূরান্ত,
অসাধ্য কুকর্মের সাধনে কাউকে ছলনার ছলে করছো বিভ্রান্ত ।
মরিলেই কি হবে তুমি চিরতরে শান্ত।

পরিচয় দিতে লজ্জাহীন কারণ, তুমি অপকর্মে সাথে লিপ্ত,
নিমেষেই পদদলিত হচ্ছে তোমার জীবন অভিশপ্ত।

এরূপ কাজে লিপ্ত তুমি হচ্ছো না কেন খ্যান্ত
কত নিষ্প্রাণ মারো তুমি জলজ্যান্ত।

অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে, হয়েছে, বেকারার
মরিলে কি বিচার হবে না?
তাহা জানা তোমার দরকার।

তোমার অপকর্মের সকল দোষ।
বিচারের মুখোমুখি দাঁড়ালে
সেই দিন আসবে তোমার হুঁশ।

অন্যায়,অপরাধ, দুশচরিত্রে তুমি দুর্দান্ত,
ঠিক কি হবেনা তোমার জীবনের  দিগন্ত।

ছলনার ছলে চলে তোমার আসল কুকর্ম,
অবৈধ কে বৈধ করছো তুমি,
এই কি তোমার পরিচয় ও ধর্ম।

মোহ মায়ায় রসে ভিজে অঙ্গ রক্তাক্ত,
প্রতিদিন খবরের কাগজে কলামে, সাংবাদিকদের কলমে, করছে ব্যক্ত।

তোমার যৌন কুকর্মের জবাব দিবে ধার্য,
পরপারে কেউই ছাড় পাবে না  শাস্তি হবেই অনিবার্য।

সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জীব তুমি
এই কি তোমার চরিত্র?
জগতে এরূপ করিলে তুমি ভাবনা চিন্তায় নিকৃষ্ট, তুমি বহুরূপী কতোই না বৈচিত্র্য!।

তুমি মুখোশ উন্মোচন করলে
অবৈধ সম্পর্ক জড়িয়ে ধরলে,
তুমি মনুষ্যত্বহীন নির্লজ্জ অপদার্থ
তোমার জীবন ভোগে আছে কতোই না সার্থ ।

তোমার নারী কায়ার লালসায় জন্ম হয় তোমারই ঔরসজাত সন্তান,
কত দিন রাত কেটে যায়, কত প্রাণ ঝরে যায় নিমিষেই নিষ্প্রাণ।