হামদ


এই পৃথিবী ছেড়ে
আমরা, চলে যেতে হবে,
আল্লাহ দয়া করলে,
নাজাত পাবে সবে।
থাকতে সময়, আমল করো
নাজাতের পথে চলো
এ ধরায় এ ধরায় ।। ঐ

ভুইলোনা, ভুইলোনা আমায়
দুনিয়ার পাবার আশায় ।।


তোমারি রহমত, না পেলে
মুসিবতে পড়বো, আমরা সকলে।
ভাবি আমি একেলা,
কাঁদি আমি নিরালা
তোমার প্রেমে মজনু আমি,
হৃদয়ের জ্বালায়।। ঐ

ভুইলোনা, ভুইলোনা আমায়
দুনিয়ার পাবার আশায় ।।


আমি যদি, না পাই তোমায়
মাওলা তোমার দয়া,
আরশের নিচে আমি
পাবো কি ছায়া।
তোমার দয়ায়, যেতে চাই
মক্কা থেকে মদীনায়।। ঐ

ভুইলোনা, ভুইলোনা আমায়
দুনিয়ার পাবার আশায় ।।


তুমি অসীম, তুমি মহান
তুমি সৃষ্টি কুলের, সারাজাহান।
মু'মিন বান্দা, তোমার নামে
(মাওলা) দেয় কত কোরবান ।।
পাপ করিয়া ক্ষমা চাই,
না করিলে আল্লাহ,
নাই, মোদের উপায় ।।ঐ


ভুইলোনা, ভুইলোনা আমায়
দুনিয়ার পাবার আশায় ।।